কভিড-১৯ আক্রান্ত হয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যানের মৃত্যু
বণিক বার্তা
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৩:০২
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার সকাল ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। জানা গেছে, ডায়াবেটিস ও নানা রোগে ভুগছিলেন ইমামুল কবীর। সেই সঙ্গে করোনাভাইরাস পজেটিভও ছিল। ইমামুল কবীর সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা।