বাড়ির পথে বাসে মৃত সহযাত্রীর সঙ্গে ২০ ঘণ্টা
লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে দুঃসহ অভিজ্ঞতা হলো একই বাসে আসা ৩৪ যাত্রীর। ভারতের মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে ফেরার জন্য বাস ভাড়া করেছিলেন তাঁরা। কিন্তু পথেই মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। সে মৃতদেহ সঙ্গে করেই ২০ ঘণ্টা যাত্রা করে পশ্চিমবঙ্গে পৌঁছান বাসযাত্রীরা।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়ার খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে ফেরার সময় ওডিশা-অন্ধ্রপ্রদেশ সীমান্তে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় সুদর্শন মণ্ডল নামের এক বাসযাত্রীর। তখন যাত্রীরা চেকপোস্টে ওডিশা পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করলেও তা করা হয়নি বলে অভিযোগ; বরং পরিযায়ীদের বলা হয়, মৃতদেহ নিয়েই তাড়াতাড়ি রাজ্য ছেড়ে যেতে। মৃত ব্যক্তি মুম্বাইয়ের একটি হাসপাতালের কর্মী ছিলেন বলে জানা গেছে।
রাস্তায় বাস থামিয়েও কোথাও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বাসযাত্রীরা। শর্মিষ্ঠা বেরা নামের এক নারী জানিয়েছেন, তাঁর দুই বছরের মেয়েকে নিয়ে ওই মৃতের একেবারে সামনে বসেছিলেন তিনি। সে সময় প্রত্যেক মিনিটকে ঘণ্টার মতো মনে হয়েছে তাঁর। বেশিরভাগ সময় তিনি চোখ বন্ধ রাখার চেষ্টা করেছেন বলে জানান। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দারা এ বাস ভাড়া করে বাড়ি ফেরেন গত সোমবার।