অবশেষে ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। বিষয়টি নিশ্চিত করেছেন লা লিগার প্রেসিডেন্ট হেভিয়ের তেভেস। দীর্ঘ সময় পর শুরু হলেও বিরতিহীন ৩২ দিন ধরে চলবে খেলা। এছাড়া ম্যাচের সংখ্যাও কমানো হবে না বলেও জানিয়েছেন লিগ প্রেসিডেন্ট। ইউরোপে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি। দীর্ঘ সময় পর প্রাণ ফিরতে শুরু করেছে ইউরোপের খেলার মাঠে। গতি পেতে শুরু করেছে ফুটবল।
এরই মধ্যে শুরু হয়ে গেছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। ক্ষণ-গণনা চলছে স্প্যানিশ লা লিগার জন্য। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল লা লিগা নিয়ে। বলা হচ্ছিল শিগগিরই মাঠে গড়াতে পারে মেসি-সুয়ারেজদের খেলা। অবশেষে মিলেছে দিন-তারিখ। ১১ জুন থেকে মাঠে গড়াবে লা লিগা। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন লিগ প্রেসিডেন্ট হেভিয়ের তেভেস। দীর্ঘ বিরতির পর শুরু হলেও কমানো হবে না কোন ম্যাচ। চলতি মৌসুমে বাকি থাকা ৯২টি ম্যাচই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আবারো ফুটবল মাঠে গড়াচ্ছে। এটা আনন্দের খবর। বুন্দেসলিগা শুরু হয়ে গেছে। লা লিগা নিয়ে কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। আমরা ঠিক করেছি ১১ জুন থেকে শুরু করার। বাকি থাকা সব খেলা অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.