এই সময়টাকে নিজেদের জন্য ‘অসময়’ বলেই মনে করছেন গোটা বিশ্বের মানুষ। যা আশা করেনি কেউ। তাই বলে হাল ছাড়েনি মানুষ। নানাভাবে জাগিয়ে রাখছে বাঁচার আশা।তেমনই একটি আশার গান একসঙ্গে কণ্ঠে তুলেছেন ১২জন শিল্পী। ‘বাঁচি আশায় ভালোবাসায়’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে সারগাম সাউন্ড স্টেশনের ইউটিউব চ্যানেলে।
কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। আর এতে কণ্ঠ দিয়েছেন- রুমানা ইসলাম খান, বাদশা বুলবুল, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, হুমায়রা বশির, কোনাল, রাজা বশির, ইউসুফ আহমেদ খান, সাব্বির জামান, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ।
খ্যাতিমান শিল্পী দম্পতি বশির আহমেদ ও মীনা বশিরের পুত্র-কন্যা হুমায়রা বশির ও রাজা বশিরের পরিকল্পনায় তৈরি হলো গানটি।গানটির প্রধান উদ্যোক্তা হুমায়রা বশির বলেন, ‘এখন যে সময়টা চলছে তা এক অন্যরকম সময়। আমরা যেন স্বাভাবিক জীবনের বাইরে অবস্থান করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.