কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অস্ট্রেলিয়ায়

নয়া দিগন্ত প্রকাশিত: ৩০ মে ২০২০, ০১:৩০

আগামী আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের গ্রীষ্ম মৌসুম। ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২০-২১ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তবে কোভিড-১৯ পরিস্থিতিসাপেক্ষে সূচি পরিবর্তন হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটিতে ক্রিকেট প্রত্যাবর্তনের শুরুতেই থাকবে জিম্বাবুয়ে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৯ আগস্ট। অস্ট্রেলিয়ার পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৪ অক্টোবর টাউন্সভিলে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ অক্টোবর থেকে ভারতের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা তাদের।

এই দুই সিরিজ খেলার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপ পিছিয়ে গেলে ম্যাচগুলোও সরিয়ে নেয়া হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থে। দিবা-রাত্রির ম্যাচ হবে এটি। টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানদের এটি হবে পঞ্চম টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। এরপর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। গ্যাবায় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ ডিসেম্বর। আগামী বছরের ১২ জানুয়ারি পার্থে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও