আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে সুস্থতার হার ৩৪ শতাংশ
কভিড-১৯ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে পুলিশকে। ঝুঁকি নিয়ে এমন দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি পুলিশ সদস্য। তবে যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আক্রান্তপ্রতি তিনজনের একজন পুলিশ সদস্য।
পুলিশ সদস্যদের মাঝে প্রথম কভিড-১৯ শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। আর ২৮ এপ্রিল এ ভাইরাসে পুলিশ সদস্যদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন পুলিশ সদস্য মারা যান।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গতকাল পর্যন্ত দেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৪ হাজার ৫৪৪ জন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬৩ জন, যা মোট আক্রান্তের ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.