You have reached your daily news limit

Please log in to continue


১৯১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯ ) দেশের তৈরি পোশাকখাতে ৯০টি কারখানার ১৯১ জন আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২৯ মে) অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পোশাক কারখানা মালিকদের বড় সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উ‌দ্যো‌গে পোশাক কারখানাগুলোয় করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে কাজ কর‌ছে কয়েকটি টিম। তাদের সংগ্রহ করা তথ্যে গত ২৮ এপ্রিল দেশের পোশাক কারখানায় প্রথম একজনের করোনার উপসর্গ পাওয়া যায়। সবশেষ তথ্য অনুযায়ী, বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৩ জন শ্রমিক। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন। বাকি ৮৪ জনের এখনও কোভিড-১৯ পজেটিভ রয়েছে। বিজিএমইএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমন দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যে শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে এবং ওই শ্রমিকদের সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যারা বেশি অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। যার খরচ বহন করছেন কারখানার মালিকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন