You have reached your daily news limit

Please log in to continue


হাইকোর্টে স্থায়ী হলেন ১৮ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ বিচারপতিদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারক এতদিন অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। এই নিয়োগের মাধ্যমে বিচারক হিসেবে তারা স্থায়ী হলেন। স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকরা হলেন মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন