কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝুঁকি নিয়ে বৈদ্যুতিক তারে বিপদে পড়া বাচ্চাকে বাঁচালো ‘মা’ হনুমান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মে ২০২০, ২০:৩৬

স্নেহ, সহানুভূতি বা ভালোবাসা সব প্রাণীর সহজাত প্রবৃত্তি। স্বজাতের প্রাণী বিপদে পড়লে আরো বেশি সহানুভূতি প্রকাশ করে প্রাণীরা। এর মধ্যে বাচ্চা বিপদে পড়লে সবচেয়ে বেশি বেশি আতঙ্কিত হয় মা প্রাণীই। মায়েরা বেশি ভাবতে থাকেন, কিভাবে বিপদে পড়া তাদের বাচ্চাকে বাঁচানো যায়। তেমনি ‘বৈদ্যুতিক তারে বিপদে আটকে পড়া নিজের বাচ্চাকে’ বাচিঁয়েছে এক ‘মা’ হনুমান। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা হনুমান বৈদ্যুতির তারে জড়িয়ে আছে। ওই তার থেকে পাশে থাকা ভবনে যাওয়ার চেষ্টা করছে সেটি। কিন্তু কোনোভাবেই ভবনটিতে নামতে পারছে না সে। বেশ কয়েকবার চেষ্টার পর উপর-নিচের তার বদল করে। বয়স ও অভিজ্ঞতা কম থাকায় আনাড়ি অবস্থানে পড়ে যায় বাচ্চা হনুমান। এতে চেঁচামেচি করে বাচ্চা হনুমানটি। তখন একটি প্রাপ্ত বয়স্ক হনুমান বাচ্চাকে বাঁচাতে ঝুঁকি নিয়ে এগিয়ে আসে। কয়েক দফা চেষ্টা করে বড় আকৃতির হনুমানটি। বাচ্চাকে বাঁচাতে বেশ কয়েকবার তারে ওঠে হনুমানটি। এ সময় বাচ্চা বানর ভবন থেকে অনেক দূরে চলে যায়। তবে ধীরে ধীরে বাচ্চাটি আবারো ভবনের পাশে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে