You have reached your daily news limit

Please log in to continue


স্বস্তির বাজারে কমেছে বেশিরভাগ পণ্যের দাম

রাজধানীজুড়ে করোনার আতঙ্ক বাড়লেও নিত্যপণ্যের বাজারে বেশ স্বস্তি বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতা উভয়ই বলছেন, বাজারে তিন-চারটি পণ্য ছাড়া বাকি সব পণ্যের দামই কমেছে। ঈদ উপলক্ষে গত সপ্তাহে যে দু-একটি পণ্যের দাম বেড়েছিল, এ সপ্তাহে সেসব পণ্যের দাম কমে গেছে। গরুর মাংস আবারও আগের দামে ফিরেছে। কমেছে মুরগির দামও। এছাড়া, অব্যাহতভাবে কমছে পেঁয়াজের দাম। পবিত্র রমজান মাস শেষে চাহিদা কমে যাওয়ায় কমেছে ছোলার দামও। তবে বেড়েছে ডিম ও আলুর দাম।রাজধানীর মানিক নগর গোপীবাগ এলাকার বাসিন্দা ও সরকারি কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘করোনার আতঙ্ক নিয়ে বাজারে এসেছিলাম। তবে খুশির খবর হলো, বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি।  মাংস, পেঁয়াজসহ বেশকিছু পণ্যের দাম কমেছে।’ একই এলাকার বাসিন্দা  স্বপন কুমার বলেন, ‘ডিম ও আলুর দাম কিছুটা বাড়লেও অন্য কোনও পণ্যের দাম বাড়েনি।’এদিকে সরকারি বিপণন সংস্থা টিসিবি’র হিসাবেও আলু ও ডিমের দাম বেড়েছে। এছাড়া, আমদানি করা আদা ও দেশি  রসুনের দাম সামান্য বেড়েছে। তবে দেশি আদা ও  আমদানি করা রসুনের দাম কমেছে বলে টিসিবি উল্লেখ করেছে।বিক্রেতারা বলছেন, করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন