কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবে ৯০ হাজার মসজিদ খুলছে রোববার

বণিক বার্তা প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৯:৩১

প্রায় দুই মাস বন্ধ থাকার পর সৌদি আরবের প্রায় ৯০ হাজার মসজিদ খুলে দেয়া হচ্ছে। তবে মক্কার মসজিদ খোলার সিদ্ধান্ত এখনো নেয়নি দেশটির সরকার। তবে নভেল করোনাভাইরাস যেন আর না ছড়ায় সেটা নিশ্চিত করতে মসজিদগুলো এরই মধ্যে ভালোভাবে ধুয়ে-মুছে ও জীবাণুমুক্ত করা হচ্ছে।

মসজিদ খোলার ঘোষণা দিলেও দেশটিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে মসজিদের স্টাফরা স্যানিটাইজার ব্যবহার করে পুরো মসজিদকে জীবাণুমুক্ত করে তবেই মুসল্লিদের জন্য উন্মুক্ত করছেন। তবে মুসলমানদের তীর্থস্থান মক্কায় এখনই খুলছে না মসজিদগুলো। এছাড়া সৌদির অধিকাংশ বড় ও ছোট মসজিদ খুলে দেয়া হচ্ছে।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল আশিখ ও দেশটির শীর্ষ আলেমগণের পরামর্শ মেনেই মসজিদগুলো খোলা হচ্ছে। মসজিদ খুলে দেয়ার আগে গণমাধ্যমে মানুষকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। প্রচারণায় বলা হয়েছে, মুসল্লিরা মসজিদে যাওয়ার পূর্বে যেন নিজ বাড়িতে গোসল করাসহ হাত ধুয়ে ও পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে নেন এবং বাড়িতে ফেরার পর একই কাজ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও