![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2017/03/22/100dcb23515b7836dedf72c88999c01b-58d262f8bd131.png?jadewits_media_id=null)
স্ট্যাটেন আইল্যান্ড মার্কেটে মাস্ক না পরায় নারীকে ভর্ৎসনা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:৪৯
মাস্ক না পরায় স্ট্যাটেন আইল্যান্ডের এক শপিং সেন্টারে ভর্ৎসনার শিকার হয়েছেন এক নারী। এ সম্পর্কিত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে মুখে মাস্ক না থাকা এক নারীকে অন্য ক্রেতাদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। বিক্ষুব্ধ জনতা যখন তাঁকে ঘিরে ধরে, তখন তিনি শপিং কার্ট নিয়ে চিৎকার করতে করতে চলে যান। ভিডিওতে এটিও দৃশ্যমান যে, একজন ব্যক্তি দু পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।২৩ মে ওই নারীর ২২...