কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষ্ণ বিহার

প্রথম আলো প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:১১

জানি এই নীরবতা আর ভালো লাগে নানিস্তব্ধ আস্তানায় কতকাল পড়ে থাকা যায় ?যেখানেবন্দী পাখির মতো অহর্নিশ বয়ে যায় সময়স্পর্শহীন নির্জনতার কাছে হেরে যায় বিবেকবোধমাঝে মাঝে জানালায়ভেসে আসে বিষাদ কান্নাআঁধার বাহিকায় চারদিকে আতঙ্ক হাহাকারচোখ দুটো ঘুরপাক খায় সময়ের কৃষ্ণ বিহারে ।নিকষ আঁধারের ফোটা ফোটা বৃষ্টিমনে করিয়ে দেয়এই জাগ্রত শহরে আরও কিছু মানুষ ছিলওরা চলে গেছে ছায়াহীন দৃষ্টির আড়ালেকত স্বজনের অশ্রুত...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে