সিঙ্গাপুরে থাকছে না ‘সার্কিট ব্রেকার’
সিঙ্গাপুরে ১ জুন সার্কিট ব্রেকার তুলে নেওয়া হচ্ছে। সার্কিট ব্রেকার (সরকারি আদেশ) তুলে নিলেও সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তিন ধাপে। প্রথম ধাপ ২ জুন থেকে প্রায় ৭৫ ভাগ প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপ শুরু হবে জুনের মাঝামাঝি। ২৮ মে জাতীয় উন্নয়ন মন্ত্রী লরেন্স ওয়াং বলেন, সিঙ্গাপুরের সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পর দ্বিতীয় ধাপে কাজকর্ম শুরু হবে। তবে তা জুনের শেষের দিকে হতে পারে। সেটা স্থানীয়দের মাঝে সংক্রমণের উপর নির্ভর করবে।
তিনি বলেন, যদি স্থানীয়দের মাঝে সংক্রমণের হার কমে ও স্থিতিশীল থাকে, তবে আমরা জুনের মাঝামাঝির মধ্যে সিদ্ধান্ত নেব যে আমরা দ্বিতীয় ধাপে যাওয়ার পরবর্তী পদক্ষেপ নিতে চাচ্ছি এবং এর অর্থ দ্বিতীয় ধাপটি জুনের শেষের আগেই ঘটতে পারে। দ্বিতীয় পর্যায়টি বিস্তৃত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হবে। প্রায় পুরো অর্থনীতিটি এই পর্বের শুরুতে পুনরায় কাজ শুরু করবে।