ডায়মন্ড’র চলচ্চিত্রে বাপ্পি-অধরা, প্রেক্ষাপট করোনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ‘কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ’ নামে একটি ছবির কাজ শুরু করলেন। বিষয়টি নিজের ফেসবুক পোষ্টের মাধ্যমে জানান দিয়েছেন ডায়মন্ড নিজেই। আজ (২৯ মে) থেকে শুটিং শুরু হওয়া ছবিতে জুটি বেঁধেছেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অধরা খান।
এর আগে বাপ্পি-অধরা ‘নায়ক’ নামে একটি ছবিতে জুটি হয়ে কাজ করেছিলেন। ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। ‘কোভিড-নাইন্টিন ইন বাংলাদেশ’ ছবিতে কাজের কথা আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাপ্পি-অধরা দুজনেই। কিন্তু তারা ছবিটি নিয়ে বেশি কিছু বলতে নারাজ। কারণ হিসেবে জানিয়েছেন পরিচালকের বারণ আছে।
তবে ছবিটি বাংলাদেশে করোনাকালীন সময়ের গল্প বলবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যান্য শিল্পী এবং ছবির বাংলা নাম পরবর্তিতে প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা।এই ছবির স্ক্রীপ্ট ও পরিচালনা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের। প্রযোজনায় রয়েছেন শবনম শেহনাজ চৌধুরী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.