You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাস গেলে যেসব স্মার্টফোন আসবে

করোনাভাইরাসের কারণে স্মার্টফোনের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনেকাংশে বন্ধ। কিন্তু উৎপাদনকারীরা ফোন বানানো বন্ধ করেনি। নিত্যনতুন ডিজাইনের প্যান্টেন্ট তারা করিয়েছে। যেসব স্মার্টফোন করোনাভাইরাস গেলে বাজারে আসবে। এই ধরনের কয়েকটি ফোন সম্পর্কে জেনে নিন। অনর এক্স১০ ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে সহ এই ৫জি ফোন লঞ্চ করেছিল অনর। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, ৪,২০০ এমএএইচ ব্যাটারি ও পপ-আপ সেলফি ক্যামেরা। অপো ফাইন্ড এক্স২ ৬.৭ ইঞ্চি কিউএইচডিপ্লাস ডিসপ্লে সহ এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কালারওএস স্কিন চলবে। থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ১২জিবি র‍্যাম ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি। অপো ফাইন্ড এক্স২ প্রো অপো ফাইন্ড এক্স২ প্রো তে ফাইন্ড এক্স২'র প্রায় সব ফিচার থাকছে। সঙ্গে রয়েছে ৪,২৬০ এমএএইচ ব্যাটারি৬৫ ওয়াট ফাস্ট চার্জিং। রিয়েলমি এক্স৩ রিয়েলমি এক্স৩ প্রোতে থাকতে পারে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ডুয়াল হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা ও ৪,১০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি এক্স৩ সুপারজুম এই ফোনে রিয়েলমি এক্স৩'র থেকে ভালো ক্যামেরা থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন