কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যানিমেটেড ভিডিওতে কান্নার রঙ ছড়ালেন রাজু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৪:২৬

সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী রাজু চাকলাদারের অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘কান্নার রঙ’। ‘অশ্রুর ঢল জমেছে তাই, সমুদ্রের জল লোণা!, কান্নার রঙে আকাশটা নীল, তুমি তো জানলে না?’ এমনই কথার গানটি লেখার পাশাপাশি সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রোকন ইমন।
রাজু চাকলাদারের ‘জলের আগুন’ অ্যালবামের প্রথম গান ‘কান্নার রঙ’। স্মৃতির হাত ধরে উঠে আসা ক্লাস পালানো রঙিন সময় যেন হাহাকার হয়ে গেঁথে আছে এই গানে। এ গান প্রসঙ্গে শিল্পী রাজু চাকলাদার বলেন, ‘আগে আমি কাভার গান এবং লাইভ স্টেজ শো করেছি।

একজন সংগীতশিল্পীর আসল জায়গাই কিন্তু স্টেজ, স্টেজ শো শিল্পীকে দক্ষ করে, সবদিক থেকে। মূলত এটি আমার গাওয়া ও প্রকাশিত প্রথম কোনো মৌলিক গান।’ কান্নার রং গানের ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। ‘ভেল্কি প্রোডাকশন’ নিবেদিত গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Raju Chaqladar থেকে প্রকাশ পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও