চীনের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত বিরোধের অবসান চায় ভারত
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:৩৯
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। লাদাখ সীমান্তে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে বেইজিংয়ের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নয়াদিল্লি এ বিরোধের অবসান চায় বলে জানিয়েছে দ্য হিন্দু।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাদাখ ও সিকিমের সীমান্ত পরিস্থিতির সমাধান নিয়ে দুই পক্ষেই কূটনীতিক ও সামরিক চ্যানেলগুলো প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তভা জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনের সঙ্গেই আমরা পুরোপুরি যুক্ত আছি।
তিনি বলেন, চীনের সঙ্গে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সশস্ত্রবাহিনী আমাদের নেতাদের প্রদত্ত নির্দেশনা সতর্কভাবে অনুসরণ করে। একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ সংকল্পবদ্ধ।