নাটোরে ট্রাক উল্টে মারা গেল ৭০০ হাঁস, খামারির মাথায় হাত
নাটোরের সিংড়ার দুর্গাপুরে উজ্জল (৩৫) নামে এক খামারির ট্রাক উল্টে প্রায় ৭০০ হাঁসের মারা গেছে। খামারি উজ্জলের বাড়ি উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুরে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে খাদে ট্রাক উল্টে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খামারি উজ্জল হাঁসগুলোর খাবারের জন্য রানীরহাট এলাকায় অবস্থান করছিলেন। স্থান পরিবর্তনের জন একটি মাঝারি ট্রাকে ১৬০০ হাঁস নিয়ে তারাশের রানীরহাট থেকে সিংড়ার দুর্গাপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। পরে ট্রাকটি দুর্গাপুরের নিকটে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলে ৭০০ হাঁস মারা যায়।
ক্ষতিগ্রস্ত খামারি উজ্জল বলেন, গত দুই সপ্তাহ আগে তারাশ থেকে ১৬০০ হাঁস প্রতি পিস ৪০০ টাকা করে কিনেছিলাম। ইতোমধ্যে হাঁসগুলো ডিম দিতে শুরু করেছিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। এই দুর্ঘটনায় প্রায় তিন লাখ টাকার হাঁস মারা গেছে বলেও জানান তিনি।