কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোদির মন ভালো নেই : ট্রাম্প

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:৫০

চীন ও ভারত সীমান্তে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন-মেজাজ ভালো নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত ও চীনের মধ্যকার চলমান উত্তেজনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু'দেশের মধ্যে উত্তেজনা চলছে। আমি আপনাদের প্রধানমন্ত্রীকে পছন্দ করি। তিনি একজন ভদ্রলোক। ট্রাম্প আরও বলেন, ভারত ও চীনের মধ্যকার বিবাদে ভারত খুশি নয়। সম্ভবত চীনও এতে খুশি নয়। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চীনের সঙ্গে এমন পরিস্থিতির কারণে তার মন ভালো নেই।

এর আগে গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব জানিয়ে টুইট করেছিলেন। তিনি বলেছেন, দু'দেশকেই যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, সীমান্ত নিয়ে তাদের মধ্যে যে বিরোধ চলছে সে বিষয়ে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন, তাদের ইচ্ছা ও সক্ষমতাও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও