You have reached your daily news limit

Please log in to continue


দিল্লিতে এবার তাবলিগের ৫৪১ বিদেশি সদস্যের বিরুদ্ধে চার্জশিট

ভারতের দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাবলিগ জামাতের ৫৪১ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। বৃহস্পতিবার দিল্লির সাকেত আদালতে  পেশ করা ওই মামলার শুনানি হবে আগামী ২৫ জুন। খবর  এএনআইয়ের।চার্জশিটভুক্ত বিদেশিরা হলেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কিরগিজস্তানের নাগরিক। এদের বিরুদ্ধে প্রায় ১২ হাজার পৃষ্ঠার ১২ টি চার্জশিট দায়ের করেছে পুলিশ। এর আগে, গত দু’দিনে ৩২টি দেশের ৩৭৪ জন তাবলিগ জামাত সদস্যের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়।দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এ পর্যন্ত মোট ৩৫টি দেশের ৯১০ তাবলিগ জামাত সদস্যের বিরুদ্ধে আদালতে ৪৭ টি চার্জশিট জমা দিয়েছে। তারা সবাই ভিসার নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। ক্রাইম ব্রাঞ্চ তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করা থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, কোয়ারেন্টাইন বিধি অনুসরণ না করা, মহামারি আইন লঙ্ঘন এবং সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন