You have reached your daily news limit

Please log in to continue


সোনু সুদের সাহায্যে আপ্লুত ভারতবাসী

করোনাভাইরাসের কারণে থমকে থাকা ভারতের নানা প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। অভিনেতার অবিরাম সাহায্য পেয়ে আপ্লুত দেশবাসী। শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণসহ অনেকেই।  টুইট করে মহারাষ্ট্র সরকার শুভেচ্ছা জানাল সোনুকে। মহারাষ্ট্রের গভর্নরের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে অভিনেতাকে ট্যাগ করে টুইট করা হয়। বলা হয়, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি নিজে সোনু সুদকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নানা জায়গা থেকে যেভাবে তিনি শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ করে চলেছেন, তা অতুলনীয়।  এমন টুইটে ধন্যবাদ জানিয়েছেন সোনুও। লিখেছেন, এ ধরনের কথা আমার কাজের উৎসাহ আরো বাড়িয়ে দেয়। শ্রমিব ভাই-বোনেরা যতক্ষণ না নিজেদের পরিবারের সঙ্গে একত্রিত হতে পারছেন, ততক্ষণ কাজ করে যাব। মুম্বাইয়ের জুহুতে নিজের হোটেল খুলে দিয়েছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন থাকতে পেরেছেন। কাজ না থাকায় দুর্গতদের পাশেও দাঁড়িয়েছেন। অন্তত ৪৫০০০ জনের খাবারের ব্যবস্থা করেছেন। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার কোনো শ্রমিক দেশের যে প্রান্তেই আটকে থাকুন না কেন, সোনু নিজের উদ্যোগে বাসে করে তাদের বাড়ি পাঠিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন