কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোপালগঞ্জে আরও ১৬ করোনা রোগী শনাক্ত

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২০, ১০:১৬

গোপালগঞ্জে আরও ১৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন। আর ১০৬ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে ৫ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন ও গোপালগঞ্জ সদরে ২ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।


তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় একজন চিকিৎসকসহ ৪৯ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ৩২ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২৩ জন, কোটালীপাড়ায় ১ চিকিৎসক ও ২ নার্সসহ ৩৫ জন এবং টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে  ঈদ করতে আসা লোকজনের সংখ্যাই বেশি বলে উল্লেখ করেন সিভিল সার্জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও