বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারা গেছেন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৯:৪৪
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ব্রিটেনের বব ওয়েইটন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১২ বছর ৫৯ দিন। বৃহস্পতিবার ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন বব ওয়েইটন। পরিবারের সদস্যরাই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি ও এএফপির।
১৯০৮ সালের ২৯ মার্চ আয়ারল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন বব নর্দার্ন। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী ছিলেন। তাইওয়ান, জাপান ও কানাডায়ও কাজ করেছেন। তিনি ৩ ছেলে, ১০ নাতি-নাতনী ও ২৫ পুতি-পুতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জাপানের চিতেসু ওয়াতানাবে (১১২ বছর ২৬৬ দিন) মারা যাওয়ার পর ফেব্রুয়ারিতে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হয়ে যান বব।