You have reached your daily news limit

Please log in to continue


সিলেটে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৯ জন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি করোনা আক্রান্ত সিলেট জেলার বাসিন্দা। বৃহস্পতিবার সিলেট জেলায় রেকর্ড ৫১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা এখন ৪৩৯ জন। এছাড়া হবিগঞ্জে ১৭১ জন, সুনামগঞ্জে ১৩১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেট জেলার ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে বলে জানান শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। হবিগঞ্জে আরেকজন চিকিৎসকসহ ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন