You have reached your daily news limit

Please log in to continue


করোনাভাইরাসে আক্রান্ত কাস্টমস ভ্যাটের ২১ কর্মকর্তা-কর্মচারী

নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস-ভ্যাট বিভাগে কর্মরত ২১ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, সবশেষ চট্টগ্রাম কাস্টম হাউজের চারজন কাস্টমস কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন রাজস্ব কর্মকর্তা রেহেনা আক্তার, সহকারী রাজস্ব কর্মকর্তা জহিরুল ইসলাম, কপিল দেব গোস্বামী, জামিল সারওয়ার ও কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।করোনার উপসর্গ দেখা দেয়ার পর থেকে এ পাঁচ কর্মকর্তা-কর্মচারী ছুটিতে রয়েছেন। নতুন এ পাঁচজনসহ চট্টগ্রাম কাস্টমসে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এছাড়া আগে যে আট কর্মকর্তা আক্রান্ত হয়েছেন তারা হলেন রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন মজুমদার, আমজাদ হোসেন, মো. আহসান হাবীব, নুরুল মোস্তফা, জাফরুল্লাহ এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. দারাশিকো, সুজন কুমার সরকার ও ফারুক আব্দুল্লাহ।কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটে আক্রান্তরা হলেন আইসিডি কমলাপুর কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন মজুমদার ও সহকারী রাজস্ব কর্মকর্তা নুরে আলম। আর ঢাকা কাস্টম হাউজের তিনজন সহকারী রাজস্ব কর্মকর্তা শেখ আজমুল ইসলাম, মো. ফয়সাল বিন আশিক ও ছালেহা খাতুন। ভ্যাট পশ্চিম কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা অহিদুল ইসলাম এবং ভ্যাট উত্তর কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও চট্টগ্রামের ভ্যাট কমিশনারেটের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন