কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের তারিখ পেছালো

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ২১:৩৮

বর্তমানে ক্রিকেট বিশ্বে সবার একটাই প্রশ্ন, কবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জানানো হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২৮ মে'র সভা শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে বৃহস্পতিবারের মিটিংয়ে সবধরণের এজেন্ডার সিদ্ধান্ত নেয়ার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার টেলিকনফারেন্সের মাধ্যমে সদস্য দেশগুলোর সঙ্গে সভা করেন আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ১০ জুনের সভায় সব ধরণের এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে।  টেলিকনফারেন্সে অনেক বোর্ডের প্রতিনিধিই কিছু ইস্যুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথা বলেন।

এর ভেতর আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো, ক্রিকেটারদের খেলার নিয়মাবলী, টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত নির্দেশনা উল্লেখযোগ্য। তবে শেষপর্যন্ত সর্বসম্মতিক্রমে সব ধরণের আলোচনা ১০ জুন পর্যন্ত মুলতবি করা হয়।  অবশ্য আগামী কিছুদিন করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে সভায় জানানো হয়। সহযোগী দেশগুলোর অবস্থা বিবেচনা করে সে হিসেবেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও