![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/May/28/1590680245817.png&width=600&height=315&top=271)
ড্রিম প্রজেক্টের গল্প লেখার কাজ শেষ রাফির
সিনেমার পরিচালক রায়হান রাফি করোনার সময়ে ঘরে বসে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’। তাহসান খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২৯ মে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘পরাণ’ সিনেমা ছাড়াও রাফির হাতে আছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এসব বিষয় নিয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন রাফি।
রায়হান রাফি: আসলে দর্শক কাজে এতটা ভিন্নতা দেখবে বলে আমার মনে হয় না। বাসায় বসে থেকে আমরা সকলে সকলের জায়গা থেকে কাজটা করেছি। কানেকশন শর্ট ফিল্মটা বলা যায় একটা পরীক্ষামূলক কাজ আমাদের। ঘরে বসে ভিন্ন ভাবে কিছু করা সম্ভব কিনা তাই আমরা চেষ্টা করলাম। এতটুকু বলতে পারি লকডাউন মধ্যে যতগুলো শর্ট ফিল্ম হয়েছে সেগুলো থেকে অন্যরকম কিছু একটা পাবে দর্শক এটা আশা করি। লকডাউনের মধ্যেও দুইটা মানুষের ভালোবাসা ও তা পাওয়ার গল্প ‘কানেকশন'। ৩-৪ দিন লেগেছে পুরো শুটিং শেষ করতে। সবমিলিয়ে ১৫-২০ মিনিট দৈর্ঘ্য দাঁড়াবে শর্ট ফিল্মটার।