জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় গেলেন। বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ও সমরাস্ত্র ব্যবহার উপযোগী ৩টি এম আই-১৭১ হেলিকপ্টারসহ একটি কন্টিনজেন্ট প্রেরণ করছে।
সম্পর্কিত খবর করোনাকে পরাস্ত করতে ডিজিটাল প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরিরোহিঙ্গা ক্যাম্পে করোনা রোধে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘকরোনায় শিশু মৃত্যুর ভয়াবহ আশঙ্কার কথা জানাল ইউনিসেফ জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেলেন।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আজ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কন্টিনজেন্টের এর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.