কালিগঞ্জে ৪৮ মেট্রিক টন গম উদ্ধার, আটক ৩

ইত্তেফাক প্রকাশিত: ২৮ মে ২০২০, ২১:১৪

সাতক্ষীরার কালিগঞ্জে ৪৮ মেট্রিক টন সরকারি গম উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পরস্পর যোগসাজসে জালজালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি গম (খাদ্য শস্য) আত্মসাৎ ও দুর্নীতির অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- কালিগঞ্জের পূর্ব নলতা শানপুকুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে মনিরুজ্জামান মনি (২৮), দেবহাটার আস্কারপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মোজাহিদুল আলম মুকুল (২৪) এবং শ্যামনগরের কৈখালীর পরানপুর গ্রামের উপেন্দ্র নাথ মন্ডলের ছেলে ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডল (৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামস্থ মেসার্স মনিমুক্তা রাইস মিল হতে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত আনুমানিক ৪৮ মেট্রিক টন অবৈধ গম (খাদ্যশস্য) উদ্ধার করা হয়। উক্ত গমের আনুমানিক মূল্য ১২ লাখ ৬৬ হাজার ৩৫০ টাকা। উক্ত রাইস মিলের মালিক ১নং আসামি মোঃ মনিরুজ্জামান মনির বাবা আব্দুল গফ্ফার (৫০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও