কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তালেবানের হামলায় নিহত ৭ আফগান নিরাপত্তা কর্মী

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ২০:৪৬

আফগানিস্তানে বৃহস্পতিবার এক হামলায় ৭ জন আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ হামলার জন্য তালেবানকে দায়ী করেছে দেশটির সরকার।
দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। ঈদ উপলক্ষ্যে ৩ দিনের অস্ত্রবিরতি পালনের পর প্রথম ভয়াবহ হামলার ঘটনার এটি।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরের মুখাপাত্র ওয়াহিদ শাহকার জানান, জঙ্গিরা রাজধানীর উত্তরে পারওয়ান নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়। সেখানে পাল্টা হামলায় তালেবানের অনেক সদস্যও হতাহত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশটির জেলা পুলিশ প্রধান হুসাইন শাহ জানান, তালেবান যোদ্ধারা ওই নিরাপত্তা ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলে আফগান নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য মারা যান। এছাড়া আরো দুই জনকে তারা গুলি করে হত্যা করে। তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও