You have reached your daily news limit

Please log in to continue


করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে দেশে তৈরি ওষুধ

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে দেশে তৈরি ওষধ ফেভিপিরাভি। এই ওষুধ ব্যবহারে মাত্র আটদিনে ৩০ জন রোগীর মধ্যে ২৮ জনই সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে করোনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়কালে এ তথ্য জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান চিকিৎসা মেজর জেনারেল আজিজুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, এরইমধ্যে বিএমআরসি এবং ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত প্রটোকল দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। যেখানে ৩০ জন করোনা আক্রান্ত এয়ার ফোর্সের মিশনগামী অফিসারদের ফেভিপিরাভি খাওয়ানোর আট দিনের মধ্যে ২৮ জনের নেগেটিভ ফল এসেছে। সশস্ত্র বাহিনী করোনা চিকিৎসায় প্রথম এই ফেভিপিরাভি ব্যবহার শুরু করে। এ ওষুধ আশার আলো দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওষুধ ৯১.৬ শতাংশ পর্যন্ত কাজ করছে। তিনি আরো বলেন, করোনাকে ভয় নয়, নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ১৫ জন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দুই হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন