কুয়েতে একদিনে ১৬১ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬৯৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেন। বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আব্দুল্লাহ আল-সানাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে- ১৬১ জন বাংলাদেশি, ২১২ জন কুয়েতি নাগরিক, ২০৮ জন ইন্ডিয়ান, ৯১ জন মিসরীয়, ১৭৩ জন অন্যান্য দেশের নাগরিক। ২৪ ঘণ্টায় ৮৪৫ জনকে শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১২ জনে। দেশটির যেসব জায়গায় করোনা আক্রান্ত হয়েছে- কুয়েত সিটি ৮৩, ফারওয়ানিয়া ২৫৫, হাওয়াল্লি ৯৬, জাহরা ১৮৯, আহমদী ২২২, মোট ৮৪৫ জন।যেসব এলাকায় বেশি আক্রান্ত হয়েছে খাইতান ৮৫ জন, আবদালী ৮২ জন, ফারওয়ানিয়া ৭৫ জন, জিলীব ৪৮ জন। বাবি ৫৫৫ জন কুয়েতের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। তাদের তথ্য বিস্তারিত কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৫ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.