কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৮:৫০

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা গতকাল বুধবার দেড় লক্ষ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৫৮ হাজার ৩৩৩ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাতে। এই চারটি রাজ্য মিলে আক্রান্তের সংখ্যা এক লক্ষেরও বেশি।

গত সাত দিনে দেশে রোজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৫৩১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৭ জনের। ৯৩৮ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ৩১৩, দিল্লিতে ৩০৩, পশ্চিমবঙ্গে ২৮৯। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (১৮২), রাজস্থান (১৭৩),ও তামিলনাড়ু (১৩৩)।পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪,১৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৮৯ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও