করোনায় মৃত্যুর সঙ্গে যে ভিটামিনের ঘাটতির যোগসূত্র পেলেন গবেষকরা!
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন মানুষ। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ, মৃত্যু ঠেকাতে প্রতিষেধক আবিষ্কার করতে চিকিৎসা বিজ্ঞানীদের ঘুম হারাম। সম্প্রতি নর্থ ওয়েস্টার ইউনির্ভাসিটির একটি গবেষক দল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে একটি ভিটামিনের উপস্থিতির যোগসূত্র খুঁজে পেয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টেকনোলজি নেটওয়ার্ক।
ওই গবেষণাটি স্বাস্থ্য বিষয়ক সার্ভার ম্যাডকাইভেও পাওয়া যাচ্ছে। করোনায় মৃত্যুর হারে এগিয়ে থাকা চায়না, জার্মানি, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতাল থেকে করোনায় মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে গবেষণা করেন গবেষক দল। গবেষক দলের প্রধান বাডিম ব্যাকম্যান বলেন, করোনাভাইরাসে মৃত্যুর পেছনে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে। যেটি সবারই জানা জরুরি। তবে হুট করে ভিটামিন ডি গ্রহণের প্রয়োজন নেই। এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন। আমাদের গবেষণায় আরো ভালো কিছু প্রত্যাশা করছি।
করোনাভাইরাসের মৃত্যুর সঙ্গে ভিটামিন ডি-এর সরাসারি কোনো কারণ পেলে হয়তো মৃত্যুর হার কমিয়ে আনা যাবে। বিশ্বের নানা হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্য থেকে ভিটামিন ডি এবং সাইটোকাইন স্টোর্মের (অতিমাত্রায় ইমিউনি সিস্টেমের সক্রিয়তার হাইপারিনফ্লিমেটোরির অবস্থান) শক্তিশালী যোগসূত্র পেয়েছেন গবেষকরা। তাই ভিটামিন ডি-এর ঘাটতির মতোই সাইটোকাইন স্টোর্মের কারণে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হতে পারে। ব্যাকম্যান ল্যাবরেটরির পোস্টডক্টরাল গবেষণার সহযোগী গবেষক ও গবেষণার প্রথম লেখক আলী দানেশকাহ বলেন, সাইটোকাইন স্টোর্ম শরীরের ফুসফুসেতে মারাত্বক ক্ষতি করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.