কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছুটি না বাড়ায় সুরক্ষাসামগ্রী কিনতে ভিড়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:২৭

ঢাকা: সাধারণ ছুটি শেষ হওয়ার আভাস ছিল আগেই। আগের দিন অনানুষ্ঠানিক ঘোষণাও এসেছিল। অবশেষে সাধারণ ছুটি আর না বাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সুরক্ষাসামগ্রী কিনতে দোকানে মানুষের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) আনুষ্ঠানিক ঘোষণা এলো, ৩০ মের পর আর বাড়ছে না সাধারণ ছুটি। খুলে যাবে সব অফিস-আদালত। এ ঘোষণার পর থেকেই সুরক্ষাসামগ্রী কিনতে দোকানে ভিড় জমায় মানুষ। বৃহস্পতিবার সরেজমিনে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে গিয়ে দেখা যায়, সুরক্ষাসামগ্রী কিনতে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


তবে বিএমএ ভবনের সার্জিক্যাল মার্কেট বন্ধ থাকায় এ ভিড় ছিল সামনের ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের এসব দোকানে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, কেএন৯৫ মাস্ক, হেড কভার, শ্যু কভার, ফেস শিল্ড, আই গ্লাস বা প্রোটেকটিভ গগলস, সার্জিক্যাল গ্লাভস, থার্মোমিটার থেকে শুরু করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য প্রচলিত সব সুরক্ষাসামগ্রী। এর মধ্যে বিভিন্ন ধরনের মাস্কই বেশি বিক্রি হচ্ছে। সেগুনবাগিচার বাসিন্দা নাজমুন নেসা একটি সরকারি ব্যাংকের প্রধান কার‌্যালয়ে কর্মরত। তিনি বলেন, ‘সাধারণ ছুটির শুরু থেকেই আমি ছুটিতে ছিলাম কারণ আমার ডিপার্টমেন্টে কোনো কাজ ছিল না।


যেহেতু ৩১ তারিখ অফিস খুলে যাচ্ছে, সেজন্য কিছু সুরক্ষাসামগ্রী কিনতে এসেছি।’ একই কথা বললেন ফকিরাপুলের ব্যবসায়ী আব্দুর রাকিব। তিনি বলেন, ‘একটি বিপণিবিতানে আমার দোকান রয়েছে। লকডাউনের পর থেকে আর খুলিনি। রোজার মধ্যেও বন্ধ ছিল। এখন খুলবো। এজন্য দোকানের কর্মচারীদের জন্য সুরক্ষাসামগ্রী কিনতে এসেছি।’ সাধারণ ছুটি না বাড়ায় বেচাকেনা ভালো হচ্ছে বলে জানালেন বিএমএ ভবনের সামনের বিক্রেতা সারোয়ার। তিনি বলেন, ‘বুধবার ছুটি না বাড়ার খবর আসার পরেই বিক্রি বেড়েছে। বৃহস্পতিবার বিক্রি ভালো হয়েছে।’ আরেক দোকানি আব্দুর রহমান বলেন, ‘বিক্রি ভালো না৷ প্রথম দিকে ভালো ছিলো। এখন আগের চেয়ে বিক্রি বেড়েছে। তবে এ বিক্রি বাড়ুক আমি চাই না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও