কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সুজেয় শ্যাম

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:২২

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম। মঙ্গলবার রাতে শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়ায় কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ায় বুধবার বিকেলে বাসায় নেয়া হয়েছে বলে জানান তার মেয়ে রূপ মঞ্জুরী শ্যাম।

করোনার 'উপসর্গ' দেখা দেয়ায় মঙ্গলবার দুপুরে কুর্মিটোলা হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে মঞ্জুরী বলেন, বাবাকে হাসপাতালে নেয়ার পরেই অক্সিজেন দেয়া হয়। তবে ঘণ্টাখানেক পরে সুস্থ বোধ করেন বাবা। কাল সকাল থেকে কোনো অসুস্থতাবোধ না করায় নমুনা সংগ্রহের পর আমরা বাসায় নিয়ে এসেছি।

তিনি বলেন, বাবার কয়েকদিন আগে জ্বর হয়েছিল। আমরা চিকিৎসকের পরামর্শে ঔষধ দিয়েছিলাম। সেটা কমে যায়। কিন্তু মঙ্গলবার রাতে শাসকষ্ট দেখা দেয়। তবে আমার ধারণা বাবার ফুসফুসে একটু সমস্যা রয়েছে, এ কারণেই হয়তো শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছিল। আশা করছি করোনা নেগেটিভ ফল পাবো আমরা। তবে বাবা এখন সম্পূর্ণ সুস্থ।

সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও