আন্টার্কটিকায় জলের তলায় সাঁতার টানা ১০ মিনিট ১৭ সেকেন্ড, ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান এক্সপ্রেস (ভারত) প্রকাশিত: ২৮ মে ২০২০, ১০:১১

টানা ১০ মিনিট ১৭ সেকেন্ড জলের তলায় সাঁতার কেটে গিনিশ বুকে নাম তুলল লুইস পাঘ। ২৩ মে বরফ গলা জলে আন্টার্কাটিকায় সাঁতার কাটেন লুইস। সাঁতার কাটার সময়, ক্যাপ এবং গগলস ছাড়া কিছু না পরেননি তিনি। প্রায় ১ কিলোমিটার বরফ গলা জলের নীচে ছিলেন তিনি।
যার ভিডিও দেখে অবাক নেটপাড়া।

পূর্ব অ্যান্টার্কটিকার রাশিয়ান নভোলা জারেভস্কায়া গবেষণা স্টেশনের নিকটে “সাবগ্লাসিয়াল নদী”তে -০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বরফ গলা জলের টানেল দিয়ে সাঁতার কেটে যায় লুইস।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, চারিদিকে বরফের হিমবাহ, মাঝে বরফ গলে যে সরু জলের টানেল তৈরি হয়েছে। সেই জলের তলায় সাঁতার কাটছে লুইস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও