কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধীরে ধীরে খুলবে ওয়াশিংটন ডিসি

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:৩৬

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে। এই ঝুঁকি মাথায় নিয়েই শুক্রবার থেকে ধীরে ধীরে খুলবে ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের রাজধানীর মেয়র মুরিয়েল বাউসারের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায় কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

অতিথিদের বাইরে বসানোর শর্তে রেস্তোরাঁ খোলা যাবে। সীমিত পরিসরে খুলবে বারবার শপ ও হেয়ার সেলুন। অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে শর্তসাপেক্ষে। কিন্তু নেইল পার্লার, জিম ও পাবলিক প্লেগ্রাউন্ড বন্ধ থাকবে এবং ১০ জনের বেশি একসঙ্গে জমায়েত নিষিদ্ধ।

ডগ পার্ক, টেনিস কোর্ট ও গল্ফ কোর্স খুলবে, কিন্তু প্লেগ্রাউন্ড সরঞ্জাম ও পাবলিক পুল বন্ধ থাকবে। ফুটবল, সকার ও বাস্কেটবলের মতো খেলাগুলো নিষিদ্ধই থাকছে। আপাতত সব ব্যবসা ক্ষেত্রগুলোকে যতটা সম্ভব দূরে থেকে কার্যক্রম চালাতে বলা হয়েছে।

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে মার্চে জারি করা জরুরি অবস্থা বহাল থাকবে বললেন বাউজার, ভাইরাস এখনো আমাদের শহরে, অঞ্চলে ও দেশে আছে। আমরা জানি, টিকা কিংবা চিকিৎসা ছাড়া নতুন সংক্রমণ শুরু হতে পারে। এখন পর্যন্ত ওয়াশিংটনে করোনায় আক্রান্ত ২১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও