You have reached your daily news limit

Please log in to continue


ভারতে আটক ‘গুপ্তচর’ কবুতর ফেরত চান পাকিস্তানি কৃষক

পাকিস্তানের চর সন্দেহে ভারতে আটক একটি কবুতর ফেরত চেয়েছেন তার মালিক দাবিদার এক গ্রামবাসী। সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার ভেতরে ওই পাকিস্তানি দাবি করেছেন, তার কবুতরটি ঈদ উদযাপন করতে ভারতে গিয়েছিল! পুলিশ বলছে, কবুতরের পায়ে রিং পরা ছিল। এটির গায়ের একটি কোড লেখা আছে। তারা সেটির অর্থ উদ্ধারের চেষ্টা করছেন। মালিক দাবিদার ওই পাকিস্তানি অবশ্য বলছেন, ওটি কোড নয় তার মোবাইল নম্বর। পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন জানিয়েছে, ওই ব্যক্তির নাম হাবিবুল্লাহ। তার ডজনখানেক কবুতর আছে। হাবিবুল্লাহ ডনকে বলেছেন, ওই কবুতর ছিল শান্তির প্রতীক। একটি অবলা নিষ্পাপ পাখিকে এভাবে হেনস্থা থেকে ভারতের বিরত থাকা উচিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন