কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিয়ের পরই ১০০ অতিথিসহ কোয়ারেন্টিনে নবদম্পতি

এনটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:১০

বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কোয়ারেন্টিনে যেতে হলো নববিবাহিত দম্পতিকে। সেইসঙ্গে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ওই বিয়েতে উপস্থিত থাকা ১০০ অতিথিকেও। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়াড়া জেলায় এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। জানা গেছে, মধ্যপ্রদেশের ওই নবদম্পতির এক আত্মীয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ কর্মীর নভেল করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিয়ের দিনই ওই সিআইএসএফ কর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গত সপ্তাহেই ওই কর্মী ছিন্দওয়াড়া জেলায় আসেন। সেখান থেকে শ্যালিকার বিয়ে উপলক্ষে বিয়েবাড়িতে উপস্থিত হন তিনি।

জানা গেছে, মধ্যপ্রদেশের ওই নবদম্পতির এক আত্মীয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ কর্মীর নভেল করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিয়ের দিনই ওই সিআইএসএফ কর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গত সপ্তাহেই ওই কর্মী ছিন্দওয়াড়া জেলায় আসেন।

সেখান থেকে শ্যালিকার বিয়ে উপলক্ষে বিয়েবাড়িতে উপস্থিত হন তিনি। এর মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নিজের করোনা পরীক্ষা করান। সে পরীক্ষা ফল পজিটিভ আসায় বিয়েবাড়ির সব নিমন্ত্রিত অতিথিকে কোয়ারেন্টিনে যেতে হয়। ওই সিআইএসএফ কর্মী এর মধ্যে আর কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া বিয়ে বাড়িতে আর কোনো করোনা রোগী উপস্থিত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ছিন্দওয়াড়ার কালেক্টর সৌরভ সুমন। ছিন্দওয়াড়া জেলার তিনটি সরকারি হাসপাতালে ওই বিয়ের বর-কনেসহ অতিথিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও