দহরম ও মহরম দুই ভাই। তাদের দু’জনের মধ্যে মিল দেখে এলাকাবাসী গর্ব করে। দহরম বড়। তিনি ছোটভাই মহরমের জন্যে জীবন দিতেও রাজি। অন্যদিকে মহরমও দহরমের সঙ্গে পরামর্শ না করে কিছু করেন না। অনেকে বলেন, বিয়ে করলে তাদের এই মিল মহব্বত থাকবে না।
কিন্তু দু’ভাই মনে করেন, পৃথিবীর কোনকিছুই তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। এসময় দহরম একটা মেয়ের প্রেমে পড়েন। মহরম তার ভাইকে জানায়, এই মেয়েকে বিয়ে করা যাবে না। এরপর শুরু হয় ঝামেলা। এরপর নানা কাহিনীর মধ্যদিয়ে এগিয়ে যায় কমেডি নাটকে ‘দহরম মহরম’ গল্প। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, সিয়াম নাসির, উর্মিলা শ্রাবন্তী কর, রিমি করিমসহ অনেকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.