কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হতাশা, লড়াই আর বেঁচে থাকার স্বপ্নে ‘আশা চর্চা কেন্দ্র’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১১:২১

এই প্রজন্মের অনেক তরুণদের মাঝে অস্থিরতা আছে, স্পর্ধা আছে, হতাশা আছে আবার কিছু বিষয় আছে যা প্রথাগত সূত্র-চিন্তা দিয়ে মাপা যায় না। ফলে এই জেনারেশনটা কখন কি করবে তা সব সময় অনুমান করা মুশকিল। যে হতাশার চর্চা করছে, হালকা মেজাজে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে তারাই আবার হঠাৎ করে লড়াই নিয়ে সামনে হাজির হচ্ছে।

এখানে হতাশা আছে, লড়াই আছে আবার বেঁচে থাকার স্বপ্ন আছে। এমন গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আশা চর্চা কেন্দ্র’।  

যেখানে একদল তরুণ যারা হতাশা চর্চা করে বেড়ায়। কিন্তু আড়ালে তারা হতাশার ক্ষতগুলোকে সাড়িয়ে তুলে বেঁচে থাকার গল্পই বলে। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত ও আবদুল্লাহ মাহফুজ অভি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও