কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেসব লক্ষণে বুঝবেন থাইরয়েডের সমস্যায় ভুগছেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১০:৪১

থাইরয়েড এমন একটি সমস্যা যা অনেকেরই হয়ে থাকে। তবে নারীরা এই রোগে বেশি ভুগে থাকেন। থাইরয়েড হলে দেহে নানা রকম জটিলতা দেখা দেয়। তাছাড়া এই রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটে মারাত্মক বিপদ।   মূলত থাইরয়েড গ্রন্থিকে অন্তক্ষরা গ্রন্থি বলা হয়। গলার মাঝখানে এডামস অ্যাপেলের নিচে প্রজাপতির মতো এটি বিনস্ত থাকে।

থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে বা কমে গেলেই শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। হাইপার থাইরয়েডিসম, হাইপোথাইরয়েডিসম, থাইরয়েড টিউমার, ক্যান্সার ইত্যাদি সমস্যা থাইরয়েড গ্রন্থিতে হতে পারে।

ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ ডা. সঞ্চিতা বর্মন জানান, থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা হলে কিছু লক্ষণ দেখা যায়। চলুন জেনে নেয়া যাক সেই লক্ষনগুলো সম্পর্কে- > সব সময় ক্লান্তি বোধ হয়। > সহ্য শক্তি কমে যায়। > কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। > বিষণ্নতা দেখা দেয়। > গলার স্বর পরিবর্তন হয়ে যায়। > হঠাৎ করেই ওজনের তারতম্য দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও