অমৃতার গান শুনে মুগ্ধ সাইফ প্রকাশ্যে চুম্বন করে বসলেন, ভাইরাল ভিডিও
অনেক দিন হলো নবাব খ্যাত তারকা সাইফ আলী খান-অমৃতার বিবাহ-বিচ্ছেদ হয়ে গেছে তবে একসময় ১৩ বছরের বড় অমৃতা সিংয়ের রূপে মুগ্ধ ছিলেন বলিউড এই অভিনেতা । এতটাই মুগ্ধ ছিলেন যে, সাতপাঁচ না ভেবে, পরিবারের অমতেই ১৯৯১ সালে অমৃতার সঙ্গে বিয়েটাও সেরে ফেলেন তিনি 'তুম আগায়ে হো নুর আগায়া...' ১৯৭৫ সালে 'আন্ধি' সিনেমার এই গানটাই সিমি গারেওয়ালের শো-তে এসে গান গেয়েছিলেন অমৃতা সিং।
সেসময় স্ত্রী ( বর্তমানে প্রাক্তন)র অপূর্ব গলায় এই গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সইফ। অমৃতার গান শুনে মুগ্ধ সইফ প্রকাশ্যেই অমৃতাকে চুম্বন করে বসেন।
উত্তাল সোশ্যাল মিডিয়া সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নতুন করে উঠে এসেছে পুরনো দিনের সেই ভিডিয়ো। । বিয়ের পর প্রথম দিকে বেশ ভালোভাবেই এগোচ্ছিল সইফ-অমৃতার সংসার। তাদের দুই সন্তানও হয়, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। তবে সবকিছুর পরেও ১৪ বছর পর ২০০৪ সালে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটেন সাইফ-অমৃতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.