কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোদি প্রতিবেশি দেশগুলোর  জন্য বিপজ্জনক: ইমরান খান

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ মে ২০২০, ০০:৫৫

বৈশ্বিক মহামারি করোনাকালে ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই নয়া দিল্লির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি সরকারের তুলোধনা করে বুধবার (২৭ মে) টুইটারে ইমরান লিখেছেন, প্রতিবেশি দেশগুলোর জন্য মোদি সরকার বিপজ্জনক হয়ে ওঠছে। এজন্য ভারতের 'উদ্ধত সম্প্রসারণের নীতি'কেই দায়ী করেছেন তিনি। টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাৎসির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য বিপজ্জনক হয়ে উঠছে।

নাগরিকত্ব আইনের মাধ্যমে বাংলাদেশ, চীন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানের জন্য ফলস অপারেশন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছেন মোদি এর আগেও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান। আর এখনো দেশটির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৭ সালে ডোকলামে অচলাবস্থার পর সম্প্রতি পূর্ব লাদাখে প্যাংগং সো এলাকায় মুখোমুখিভাবে অবস্থান করে ভারতীয় ও চীনা সেনা।

লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্যে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চীন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও।ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, লাদাখে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও