রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা কম না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
ইতোমধ্যে অবশ্য পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
সুদীপ কুমার চক্রবর্তী জানান, আইসোলেশন ইউনিটে কে কে ছিল, তাদের কেউ বেঁচে বের হতে পেরেছেন কি না এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান জাগো নিউজকে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.