আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আরো একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মুনছুর। তিনি আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকার জয়নব আলীর ছেলে। বুধবার রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুনছুরের মৃত্যু হয়। তার ভাই আনসর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনিয়ে ওই ঘটনায় দুইজনের মৃত্যু হলো। এর আগে হরমুজ আলী নামে একজনের মৃত্যু হয়। তিনি আড়াইহাজার মানিকনগর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। আহত ফতেপুর ইউপির দক্ষিণপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম ও বগাদী কান্দাপাড়া এলাকার রমজানের ছেলে ইব্রাহিম শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২৪ মে বেলা ১১টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার মালিকানাধীন ভবনের নীচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হন। এরই মধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সহযোগিতা দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.