কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাহরাইনে করোনা প্রথম বাংলাদেশির প্রাণ কাড়ল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ মে ২০২০, ২১:০৪

বাহারাইনে প্রাণঘাতী করোনা কেড়ে নিয়েছে প্রথম প্রবাসী বাংলাদেশির প্রাণ। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে প্রতিরক্ষা বাহিনী (বিডিএফ) হাসপাতালে মাহবুবুল হকের মৃত্যু হয়।  মাহবুবুল হকের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম নুর আহমদ। ৫৩ বছর বয়সী মাহবুবুলকে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি মেনে স্থানীয়ভাবে দাফন করা হবে।

বাহরাইন দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম  বলেন, বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাহবুবুল হক প্রথম করোনায় মারা গেলেন।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৮ জন। আর ১৫ জনের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে