You have reached your daily news limit

Please log in to continue


শিল্প সচিবের দায়িত্ব নিলেন কেএম আলী আজম

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন কেএম আলী আজম। বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগ দেয়া সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন । কেএম আলী আজম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের সদস্য। তিনি বাগেরহাটের মোল্লার হাট উপজেলার উদয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ে যোগ দেয়ার আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কেএম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারি কমিশনার হিসেবে যোগ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন